বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলিকুচ্ছা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারী নারায়ায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার বুইগড় এলাকার কামাল উদ্দিনের মেয়ে ফাতেমা নাহার (৩০)।
নলডাঙ্গা থানার এসআই নুরুজ্জামান জানান, বিলিকুচ্ছা এলাকার ২৪৬ নম্বর রেলওয়ে ব্রিজের নিচে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পাশ থেকে নিহতের একটি থলে উদ্ধার করা হয়েছে। ব্রিজের ওপর দিয়ে পারাপারের সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের ভাই রাসেল বলেন, প্রায় ১৬ বছর আগে কুমিল্লার চাঁদপুরে ফাতেমার বিয়ে হয়। তার কন্যা সন্তান প্রসবের পর থেকেই খিচুনী রোগ থেকে সে মানসিক রোগিতে পরিণত হয়। এরপর ২০০৪ থেকে ২০০৫ সালে তার ডিভোর্স হয়। তাকে ঢাকার বিভিন্ন মানসিক ডাক্তারকে দেখিয়েও সুস্থ্য করা যায় নি। প্রায় একমাস আগে রাজশাহী যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়েছিল। তার লাশ নিতে তারা নাটোরের উদ্যেশে রওনা হয়েছেন বলে জানান তিনি।