মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে মানসিক সমস্যাক্রান্ত ব্যক্তিদের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হরিশপুর প্রতিবন্ধী সংস্থার আয়োজনে নাটোর সদর উপজেলা বড় হরিশপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এডিডির উদ্যোগে ও সিবিএম এর আর্থিক সহযোতিগতায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি ভূঁইয়া। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, এডিডির নাটোর জেলা সমন্বয়কারী মারুফা বেগম, ফিল্ড ট্রেইনার, মোহাম্মদ আলী রনজু ও নুরুজ্জামান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সোনার দেশের নাটোর প্রতিনিধি সুফি সান্টু, স্থানীয় ইউপি সচিব আবু রায়হান ও সকল ইউপি সদস্যসহ অন্যরা। এসময় বক্তরা বলেন, মানসিক সমস্যাক্রান্ত ব্যক্তিদের উন্নয়নে স্থানীয় সরকারের জন প্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। তাই এসব ব্যক্তিদের আয় বৃদ্ধিমূলক কাজের সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।