শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোর সড়কে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মিঠু (৩৯) নামে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে বাগাতিপাড়া উপজেলার তামালতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
গতকাল শনিবার বিকেলে নাটোর সিনিয়র চিফ জুডিশিয়াল আমলী আদালত ৩ এর বিচারক মোমিনুল ইসলামের খাস কামরায় এই জবানবন্দি রেকর্ড করা হয়। আটককৃত মিঠু বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের মৃত্য ইয়াকুব আলী প্রামানিকের ছেলে।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান জানান, ১৯ জানুয়ারি বিকেল ৪টার দিকে আরডি কিটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর-চান্দাই এলাকার মৃত মকলেছুর রহমানের ছেলে রেজাউল করিম বাবু (৪০) তার ডিসকভারি মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আহম্মদপুর এলাকার সৈয়দপুর মোড়ে পৌঁছলে ৬ জন ছিনতাইকারী তার গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে তারা রেজাউল করিম বাবুর ডান পায়ে গুলি করে তার মোটরসাইকেলটি ছিনতাই করে। এ ঘটনায় কোম্পানির অপর সদস্য মামুনুর রশিদ বাদী হয়ে বড়াইগ্রাম উপজেলার কায়েমকলা এলাকার মেককাত আলীর ছেলে মিঠুসহ (৩৯) কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে। শুক্রবার রাতে বাগাতিপাড়া পুলিশ উপজেলার তমালতলা বাজারে সন্দেহভজন হিসেবে মিঠুকে আটক করে। পরে বিভিন্ন থানায় যোগাযোগের এক পর্যায়ে সদর থানার ওসি তাকে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি হিসেবে সনাক্ত করেন। শনিবার বিকেল ৪টার দিকে তাকে সদর আদালতে হাজির করা হলে বিচারকের সামনে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।