শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি :নাটোরের সিংড়া থেকে সংঘবদ্ধ মোবাইল ফোন চোরচক্রের মূলহোতা সম্রাট খাঁ (২৪) সহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে সিংড়ার খাগড়বাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হলো, সিংড়ার খাগরবাড়িয়া গ্রামের হাছান খাঁ’র ছেলে সম্রাট খাঁ(২৪), একই এলাকার দেলোয়ার খানের ছেলে রিদয় খান (২৫), মৃত কালু খাঁ’র ছেলে জনি খান (২৮), মৃত গোলজার খাঁ’র ছেলে হাছান খাঁ এবং পাঁচবাড়ীয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে রানা শেখ (২০)।
র্যাব-৫ এর সিপিসি২- নাটোর ক্যােেম্পর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে রোববার রাতে সিংড়ার খাগড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা সম্রাট খাঁসহ পাঁচজন আসামিকে গ্রেফতার করে।
এবং তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুইটি সিমকার্ড জব্দ করেন। জব্দকৃত মোবাইল ফোন নাটোর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রিরর জন্য নিজেদের কাছে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন গ্রেফতারকৃত আসামিরা। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।