সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার নাটোরে যাচ্ছেন। এদিন দুপুর ৩টায় প্রধান অতিথি হিসেবে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যন্ড এলাকায় নাটোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় বক্তব্য দেবেন তিনি।
পথসভা উপলক্ষে জেলার প্রবেশমুখসহ শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি তোরণ নির্মাণ করা হয়েছে। পথসভা সফল করতে ব্যাপকভাবে মাইকিংও করা হচ্ছে। নাটোরে ওবায়দুল কাদেরকে স্বাগত জানিয়ে পৃথকভাবে মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবারের পথসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সাংসদ খালেদ মাহমুদ চৌধুরী এবং রাজশাহী বিভাগীয় সংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সাংসদ আবদুল কুদ্দুস। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল পথসভা সফল করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।