শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা ও যুবদল নেতা সাব্বির আহম্মেদ তালুকদার গামার ১৯ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলা, সদর ও পৌর শাখার আয়োজনে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুব দলের সাংগঠনিক স¤পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, সোনোয়ার হোসেন তুষার ।
উল্লেখ্য , নাটোর জেলার রামশার কাজীপুর কামারপাড়া বাজারে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি খুন হন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা।