বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরে সুধীসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী নেত্রী, সাংবাদিক, যুবসমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে আই আর আই এবং ইউএসএইড-এর সহযোগিতায় সোমবার দিনব্যাপী শহরের সাহারা চাইনিজ রেষ্টুরেন্টে, এ সভা অনুষ্ঠিহ হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
এতে সহায়কের দায়িত্ব পালন করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও উন্নয়নকর্মী হাফিজ উদ্দীন পিন্টু। এ পরামর্শ সভায় অন্যান্যদেও মধ্যে মূল্যায়ন বক্তব্য প্রদান করেন দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সভাপতি রনেন রায়, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক সীমা ইসলাম, সাকাম সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম নান্টু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ সুবীত কুমার মৈত্র,নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সুফি সান্টু, সাংবাদিক পরিতোষ অধিকারীসহ অন্যরা। সভাটি বাস্তবায়নে সহযোগিতা করেন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কামরুজ্জামান রানা ও সহকারী ফারহানা রহমান।
দিনব্যাপী এ পরামর্শ সভায় দলীয় কাজের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে সম্ভাব্যতা যাচাই করা হয়। স্থানীয় সমস্যা চিহ্নিত করে জনপ্রতিনিধিদের সমন্বয় সাধন করার পরামর্শ দেওয়া হয়।