নাটোরে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোরে জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা শাখার আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির পার্টি অফিসে নাটোর জেলা শাখা শ্রমিক দলের আয়োজনে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলন কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক এ্যাডঃ এম,জি ফারুক, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সাধারন সম্পাদক আব্দুস সামাদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী শাহ আলম, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শ্রমিক দল আন্দোলন সংগ্রামে সব সময় তারা সামনে ছিলেন। সামনে ভোট তাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কর্মী সভাকে সফল করতে হবে।

Exit mobile version