নাটোরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, সততার সাথে কাজ করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা

আপডেট: নভেম্বর ৫, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমানের সঞ্চালনায় নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন বক্তব্য দেন। এ সময় তিনি নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সহকর্মী হিসাবে পাশে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতি দূর করতে সততার সাথে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন।

তিনি সততার সাথে কাজ করতে নাটোরের গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চান। সেই সাথে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। বনলতার শহর হিসেবে পিরিচিত এই জেলার উন্নয়নে যা কিছু করার দরকার তিনি তা করবেন।
এর আগে নাটোরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন। সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সকল প্রকার সন্ত্রাস ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান, অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা দূরীকরণে জেলা প্রশাসকের পদক্ষেপ প্রত্যাশা করেন। তারা সকল প্রকার সমস্য দূর করতে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

মতবিনিমিয় সভায় নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজী রফিক আহাম্মদ বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সহ-সভাপতি নাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সুফি সান্টুসহ অন্যরা বক্তব্য দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version