নাটোরে সাংসদের বিরুদ্ধে ডিওর টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট: আগস্ট ৫, ২০১৭, ১২:৪৮ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলসহ সিন্ডিকেটের মাধ্য্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ৩৭০ মেট্রিক টন গম বরাদ্দ দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ২১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের বিপরিতে (জেনারেল রিলিফ) ডিও বিক্রির মাধ্যমে এই টাকা আত্মসাৎ করা হয়। বর্তমান বাজার মূল্য অনুসারে এক হাজার ৩২৭ কেজি গমের দাম ৩৮ হাজার ৪৭৫ টাকা হলেও বরাদ্দকৃত প্রতিষ্ঠান প্রধানকে দেয়া হয়েছে মাত্র ১৪ হাজার টাকা। অবশ্য সাংসদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ডিও দিয়েছেন। ডিও কোথায় কতদামে বিক্রি করেছে সেটা তার বিষয় নয়।
নাটোর সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা পিআইও অফিস সূত্রে জানা গেছে, ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ২০১৬-১৭ অর্থবছরের বরাদ্দকৃত ৩শ মেট্রিক টন চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বিতরণের জন্য সাংসদ শফিকুল ইসলাম শিমুল একটি তালিকা দেন। সেই তালিকা অনুসারে ২১৩টি প্রতিষ্ঠানের নামে ডিও প্রস্তুত করা হয়। কিন্তু সরকারি নির্দেশনা অনুসারে প্রতিটন চালের পরিবর্তে সমমূল্যের এক হাজার ৩২৭ কেজি করে গম বরাদ্দ দেয়া হয়। গত ১৬ জুলাই সাংসদ শিমুল অনুষ্ঠানিকভাবে ১০ জন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানের হাতে প্রতি এক হাজার ৩২৭ কেজি গমের বিপরীতে ১৪ হাজার টাকা করে একটি খাম তুলে দেন। পরবর্তীতে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের ডেকে নিয়ে ১৪ হাজার টাকা করে প্রদান করা হয়। সরজমিনে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
নলডাঙ্গা উপজেলার পিপরুল বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি এবং পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বলেন, তার প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত দুই হাজার ৬৫৪ কেজি গমের বিপরিতে সাংসদ শফিকুল ইসলাম শিমুল তার হাতে ২৮ হাজার টাকা তুলে দেন। এসময় প্রকৃত মূল্য চাইলে সাংসদ বিষয়টি নিয়ে কোন কথা না বলতে অনুরোধ করেন। তিনি বলেন, মাননীয় সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সুতরাং এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দের বিপরিতে কম টাকা দেয়া অন্যায় ও অবৈধ।
পিপরুল খাপাড়া সমজিদ কমিটির সভাপতি সাহেব আলী বলেন, তিনি কোন ডিও পান নি। সাংসদ সাহেব আনুষ্ঠানিকভাবে আমাদের হাতে ডিও দিবেন বলে উপজেলা প্রকল্প কর্মকর্তা ডিওর পিছনে তাঁদের স্বাক্ষর আগেই নিয়ে নেন। পরে সাংসদ তার হাতে ১৪ হাজার টাকা তুলে দেন। পিপরুল সরদার পাড়া গোরস্থান কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সরদার বলেন, তাকেও দুই টন ৬৫৪ কেজি গমের বিপরিতে দেয়া হয়েছে মাত্র ২৮ হাজার টাকা। একই কথা বলেন পিপরুল পশ্চিমপাড়া গোরস্থান ঈদগাহ কমিটির সভাপতি শেখ ইস্কান্দার আলীসহ অনেকেই।
নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিপফুল ইসলাম রমজান বলেন, একটন চালের বিপরিতে ১৩২৭ কেজি করে গম পাওয়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা আমার কাছে অভিযোগ করেছেন ১৩২৭ কেজি গমের ডিওর বিপরিতে তাঁরা  মাত্র ১৪ হাজার টাকা করে পাচ্ছেন। কিন্তু এ বিষয়ে আমি কোন ব্যবস্থা নিতে পারনি। কারণ একজন সংসদ সদস্যও এই সিন্ডিকেটের সদস্যরা  এত বেশী প্রভাবশালী যে  এরুপ আত্মাসাতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমার নেই।
এসব অভিযোগ অস্বীকার করে নাটোর সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা ও নলডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা আয়েশা সিদ্দিকী বলেন, ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ২০১৬ -১৭ অর্থবছরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ৩শ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়। কিন্তু চালের ঘাটতির জন্য এক টন চালের বিপরিতে এক হাজার ৩২৭ কেজি করে গম বরাদ্দের নির্দেশনা আছে। সে অনুপাতে প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে ডিও প্রদান করা হয়েছে। তারপর ডিওগুলো প্রতিষ্ঠানের সভাপতিরা কি করেছেন তা তিনি জানেন না। তিনি বলেন, তিনি কোন অনিয়ম করলে তা দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন। তারা তদন্ত করে দেখতেই পারেন।
নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু বলেন, সাংসদ সাহেব নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১০টি টিআর এবং জিআর’র ডিও বিতরণ করে প্রকল্প কর্মকর্তা আয়েশা সিদ্দীকাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ অফিসে চলে যান। এসময় তার উপস্থিতিতে ডিও বিতরণ করার কথা বলা হলেও প্রকল্প কর্মকর্তা ডিওগুলি নিয়ে সাংসদ মহোদয়ের সঙ্গে চলে যান।
জানতে চাইলে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, তিনি এ অনিয়মের তদন্ত করে দেখবেন। যারাই দায়ী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করে নাটোর-২ আসনের সাংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে কয়েকটি ডিও দিয়েছেন মাত্র। ডিও কোথায় বিক্রি হয়েছে তা তিনি জানেন না। রাজনৈতিক কারণে তার প্রতিপক্ষ এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন। তাছাড়া এই ডিওর বিপরিতে এখনো কোন গম ডেলিভারি দেয়া হয় নি। তাহলে দুর্নীতি হলো কিভাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ