নাটোরে সাউথইস্ট ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১১:২৪ অপরাহ্ণ


নাটোর অফিস
নাটোরে  সাউথইস্ট ব্যাংকের ১২৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে শহরের কানাইখালি এলাকায় লিলি প্লাজায় এ ব্যাংকটির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। এসময় অন্যদের মধ্যে ছিলেন, নাটোর সদর উপজেলার চেয়ারম্যান, শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে এক আলোচনা সভায় বক্তরা উল্লেখ করে বলেন, সাউথইস্ট ব্যাংক বাংলাদেশের একটি প্রাইভেট বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে ১৯৯৫ সালে ২৩ মার্চে লাইসেন্স পায়। একই বছরের ২৫ মে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বাংলাদেশে এটি প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান হওয়ায় এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখ যোগ্য অবদান রেখেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ব্যাংকটি জনকল্যাণ মূলক কাজে সহায়তা করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ