নাটোরে সাবেক মেয়র ও চেয়ারম্যানসহ ৩৩ জন আটক

আপডেট: নভেম্বর ১০, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রাম উপজেলার পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক ও সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনিসহ ৩৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৯ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলা ও বড়াইগ্রামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের আটক করা হয়। রোববার (১০ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান ও বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবসকে সামনে রেখে আটক আওয়ামী লীগ কর্মীরা নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে নাশকতা বা সহিংসতা চালাতে না পারে সে লক্ষ্যে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে, আওয়ামী লীগ কর্মীদের নাশকতার আশঙ্কায় সকাল থেকে নাটোর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সকাল থেকেই তারা শহরে মোটরশোডাউন করছে। শহরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের উপস্থিত রয়েছে।

Exit mobile version