শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী সম্পা খাতুন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল শনিবার দুপুরে এলাকাবাসী ও শহরের শহীদ রেজাউন নবী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘরিয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা স্কুলছাত্রী সম্পা খাতুন হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। এসময় সম্পা খাতুনের মা নাসিমা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, স্কুলের প্রধান শিক্ষক রোজিনা ফেরদৌস, স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ (ভোলা) বক্তব্য দেন।
চলতি বছরের ২৯ মে সন্ধ্যায় বাড়ির পাশে হাটাহাটি করছিল সম্পা খাতুন। এসময় কে বা কারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে সম্পা খাতুনকে। পরে ৬ মাস পর গত ২ নভেম্বর বনবেলঘড়িয়া এলাকার একটি আখ খেত থেকে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বর্তমানে ৫ জন জেলহাজতে রয়েছে।