নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ বাবা-মা, গর্ভবতি স্ত্রীর সামনে উজ্জল কুমার মন্ডল (২৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে। এসংক্রন্ত একটি ভিডিও সামাজাকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের নেতার সাথে চলাফেরা করার অপরাধেই তাকে ওই মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের ভয়ে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা কেউ মুখ খুলছেন না।
জানা যায়, উজ্জল কুমার মন্ডল উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর শশ্বানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মন্ডলের ছেলে। সে উপজেলা স্বেচ্ছসেবক লীগের সেক্রেটারী আতিকুর রহমান পিয়াসের সাথে চলাচল করতেন। এটাই ছিল তার অপরাধ। ৫ আগস্ট আত্নগোপনে যায়। অন্তঃসত্বা স্ত্রীকে ডাক্তার দেখাবেন বলে বুধবার দুপুর বাড়িতে ফিরেন। এই খবর ছড়িয়ে পড়লে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অনুসারী শ্রমিকদল নেতা জালাল ভূইয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রেজাউলের ছেলে শুভ, ছাত্রদল নেতা মুন্নাফের ছেলে সুজন, নাজমুল, স্বেচ্ছাবেক দলের যুগ্ম আহ্বায়ক নুর আলম সহ ১০/১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে ওই বাড়িতে হাজির হয়।
এসময় সবার সামনে উজ্জল মন্ডলকে বেধরক পেটাতে থাকে। এসময় তার বৃদ্ধ বাবা বিশ্বনাথ মন্ডল, মা ছায়া রাণী তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এলে তাদেরও মারপিট করে। উদ্ধারে আসায় তার অন্তঃসত্বা স্ত্রী কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উজ্জল মন্ডল অচেতন হয়ে গেলে তাকে বসিয়ে মাথায় পানি দিয়ে চেতনা ফেরায়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়। সেখান থেকে ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোর কোর্টে চালান দেওয়া হয়। সেখান থেকে জামিনে বাড়িতে ফিরে বৃহস্পতিবার সন্ধায়।
এখন তাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হচ্ছে বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী। আর কোন মন্তব্য করতে বা সাংবাদিকদের সাথে দেখা করতে রাজি হচ্ছে না উজ্জলের পরিবারের লোকসহ প্রতিবেশীরা। তারা আরও বলেন, গত ৫ আগস্টের পরে বনপাড়া কেন্দ্রীক যত চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে। তার সবই রাজুর নেতৃত্বে। রাজুর লোকের হাতে নাজেহাল হওয়ার শঙ্কায় থাকে খোদ বিএনপির নিরিহ নেতারাও। ওই জালাল, জাহাঙ্গীর, শুভর পক্ষে অসম্ভব বলে কোন কাজ নাই।
নিজের ফেসবুক ষ্ট্যাটাসে আতিকুর রহমান পিয়াস লেখেন ‘নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের শ্রী উজ্জল কুমার মন্ডল কে শুধুমাত্র আওয়ামীলীগ কে সমর্থন করায়, বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতা-মাতা ও অন্তঃসত্তা স্ত্রীসহ সকলকে বেধরক পিটিয়েছে বিএনপির কিছু চিহ্নিত সন্ত্রাসীরা। ভিডিও তে দেখা যাচ্ছে বনপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি জালাল ভূইয়া (চিটার জালাল) ও যুবদল নেতা টোকাই জাহাঙ্গির তাকে বার বার জবাই করার কথাবলছে। মুমুর্ষ অবস্থায় তাকে অন্যায় ভাবে কোন মামলা না থাকার পরেও পুলিশের হাতে তুলে দেয় বিএনপির সন্ত্রাসীরা। তার পর সে পুলিশ হেফাজতে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের পরিবার কে তারা বার বার এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
এদের বিচার কি কখনো এই বাংলার মাটিতে হবে? ’
এ বিষয়ে জানতে বিএনপি নেতা ইকবাল হোসেন রাজুর সাথে মোবাইলে কথা হয়। তিনি বলেন, ভিডিওটা আমিও দেখেছি। কাজটা ঠিক হয়নি। তাদেরবে আমি শতর্ক করেছি। ভবিষ্যতে আর এমনটা হবে না।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে উজ্জলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। এরপর তাকে ১৫১ ধারায় কোর্টে চালান দেওয়া হয়।