নাটোরে হত্যায় ইউপি চেয়ারম্যানসহ জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট: জুন ১৭, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগ কর্মী রওশন আলম শেখ (৬৫) হত্যা মামলায় অভিযুক্ত জোনাইল ইউপি চেয়ারম্যান ও তার ছেলেসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পরিবারসহ এলাকাবাসী। মঙ্গলবার (১৭ জুন) জোনাইল-রাজাপুর আঞ্চলিক সড়কের পাগলা বাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম, ব্যবসায়ী সরদার আশরাফ ও মিনারুল ইসলাম, নিহতের স্ত্রী রেজিয়া বেগম, ভাই হাশেম আলী শেখ, সমাজসেবক শরিফুল ইসলাম ও মজির সরদার বক্তব্য রাখেন।

মানববন্ধনে আরিফুল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগ কর্মী রওশন বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় দলীয় প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ছেলে উপজেলা সৈনিক লীগের সম্পাদক সোহেল রানা পুটু¡র নেতৃত্বে ১৫-২০ জন পূর্ব বিরোধের জের ধরে রওশনসহ কয়েকজনকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে শনিবার নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এঘটনায় মামলা হলে অভিযুক্তরা পালিয়ে যায়। বর্তমানে তারা আত্নগোপনে থেকে নিহতের পরিবারের অন্যান্য সদস্যদেরও হত্যার হুমকি দিচ্ছেন। এ সময় বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। অন্যথায় আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা।

অভিযুক্ত সোহেল রানা মোবাইল ফোনে বলেন, সামান্য হাতাহাতি হয়েছে। তারা নিজেরা হত্যা করে আমাদের উপর দোস চাপাচ্ছে। আমরা কাউকে হুমকি-ধামকি দিচ্ছি না।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযুক্ত আসামীদের গ্রেফতার এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় উপজেলার দিঘইর গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলম মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ