বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গত ১০ বছরে দুধ উৎপাদন বেড়েছে এক লাখ চার টন। এতে জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হচ্ছে উদ্বৃত্ত ৩৬ হাজার ১৭৯ টন দুধ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১২-১৩ সালে জেলায় এক লাখ ১৮ হাজার টন দুধ উৎপাদন হতো। ক্রমশ উৎপাদন বৃদ্ধি পেয়ে বর্তমানে দুই লাখ ২২ হাজার টন দুধ উৎপাদন হচ্ছে। জনপ্রতি ২৫০ মিলিলিটার অনুসারে জেলায় বছরে এক লাখ ৮৫ হাজার ৮২১ টন চাহিদা রয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন। এর আগে দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।
তিনি বলেন, মেধাবী জাতি গঠনের জন্যে প্রয়োজন নিরাপদ প্রাণীজ আমিষ। প্রাণিসম্পদ বিভাগ নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনের কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে।