নাটোরে ১১ দফা দাবিতে প্রতিবদ্ধীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট: জুন ৭, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


প্রতিবন্ধী ভাতা মাসে নূন্যতম পাঁচ হাজার টাকা করা সহ ১১ দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন। বুধবার (৭ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবন্ধী সংস্থা নন্দনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা ১১ দফা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোড় দাবী জানান। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যপি অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রতিবন্ধী সংস্থা নন্দনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কেতাব আলী, অবদান প্রতিবন্ধী সংস্থার সভাপতি আরিফা পারভীন, বনলতা নারী পরিষদ সভাপতি মোছাঃ আফরোজা বানু সহ অন্যান্যরা। দাবী গুলোর মধ্যে রয়েছে, প্রতিবন্ধী ভাতা মাসে পাঁচ হাজার টাকা, সরকারি নিয়োগে প্রতিবন্ধী কোঠা প্রণয়ন, প্রতিবন্ধীদের জন্য তহবিল গঠন, একটি বাড়ি একটি খামারের মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে। এসব দাবী নিয়ে বক্তব্য রাখেন প্রতিবন্বন্ধী সংস্থা নন্দনের আইন উপদেষ্টা এড. বাকি বিল্লাহ রশিদী সহ অন্যান্যরা। পরে জেলা নাটোর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ