নাটোরে ১১ মামলার পলাতক আসামি হাসু গ্রেফতার

আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরে ১১ মামলার পলাতক আসামি যুবলীগকর্মী হাসুকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুরে শহরের কান্দিভিটুয়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসু একই মহল্লার আলমের ছেলে।
তার বিরুদ্ধে দায়েরকৃত ১১টি মামলার মধ্যে দুইটিতে গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। রাজশাহী র‌্যাব ৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় কান্দিভিটুয়া মহল্লা মোড় এলাকা থেকে হাসুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, চাঁদাবাজী ছিনতাই, মারামারিসহ নাটোর সদর থানায় ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল বলে দাবি করেন এ র‌্যাব কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ