রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
আগামী ২০ মে থেকে নাটোর জেলায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে তার সভাকক্ষে নিরাপদ আম উৎপাদন, আহরণ এবং বাজারজাত করণ সংক্রান্ত সভায় ১৩ জাতের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়।
এতে আগামী ২০ মে গোপাল ভোগ জাতের আম সংগ্রহের মাধ্যমে শুরু হচ্ছে এবছরের আম সংগ্রহ কার্যক্রম। ১৫ আগস্ট গৌড়মতি আম সংগ্রহের মাধ্যমে শেষ হবে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাহমুদুল ফারুক সহ বাগান মালিক, আড়ৎদার এবং আম ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন। চলতি বছর নাটোর জেলা থেকে প্রায় ৩২২ কোটি টাকার ৮০ হাজার মেট্রিক টন আম সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।