নাটোরে ২৩ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ

আপডেট: জুন ১১, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:


নাটোরে ২৩ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের ওরিয়েন্টেশন কোর্স ও সরকারি যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিকেল ৩টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডশনের আয়োজনে এ যাকাতের অর্থ বিতরণ করা হয়।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় ইসলামিক ফাউন্ডশনের নাটোরের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামসহ ফাউন্ডশনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় ২৩ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাতের অর্থ ১ লাখ ৮২ হাজার টাকা বিতরণ করা হয়। নয়জন ব্যক্তিকে ১০ হাজার টাকা, আট জনকে ৭০০০ টাকা এবং ছয়জনকে ৬০০০ টাকা করে এ অর্থ প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ