নাটোরে ২৫টি কার্তুজ ও ৩টি চাকুসহ যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা শরিফুর রহমান সুমনকে ২৫টি কার্তুজ ও তিনটি চাকুসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় ওই সুমনের বড়ভাই নাটোর পৌরসভার কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা একাধিক মামলার আসামী আরিফুর রহমান মাসুমকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য মাসুমের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ এবং তার স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে থানায় আনা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নাটোর শহরের নিচাবাজার এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আরো জানান, রাতে সুমনের বাড়ীতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় ওই বাড়ী থেকে বন্দুকের ২৫টি কার্তুজ, তিনটি আধুনিক চাকু ও কার্তুজের তিনটি খোসাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয় এবং সুমনকে গ্রেফতার করা হয়।

তবে অভিযানে সময় একই বাড়ীতে বসবাসকারী সুমনের বড়ভাই নাটোর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা একাধিক মামলার আসামী আরিফুর রহমান মাসুমকে পাওয়া যায়নি। এসময় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরবর্তীতে সাবেক কাউন্সলির মাসুম থানায় এসে আত্মসমর্পণ করলে দুইজনের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ