নাটোরে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩২জন প্রার্থী

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


নাটোরের সংসদীয় ৪টি আসনে প্রতিদ্বন্দিতা করবেন, আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ,বিকল্পধারা,জাতীয় পার্টি জেপি, বাংলাদেশ সুপ্রিম পাটি, স্বতন্ত্র, বাংলাদেশ কংগ্রেস পাটি, বিটিএফ,বিএনএম ও বিএনএফসহ ৩২ জন প্রার্থী।

এদিকে ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা। জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার সকাল ১০টা থেকে প্রতিক বরাদ্দ দেয়া হয়।

জানা যায়, নাটোরের চারটি আসনের মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত আশিক হোসেন দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত ইব্রাহীম খলিল দলীয় প্রতীক হাতুড়ি, জাতীয় সামজ তান্ত্রিক দল মনোনীত(জাসদ) মোঃ মোয়াজ্জেম হোসেন দলীয় প্রতীক মশাল, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) মনোনীত লিয়াকত আলী দলীয় প্রতীক একতারা পেয়েছেন। এছাড়া, এই আসনে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম (ঈগল), কাজল রায় (ঢেঁকি), স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দীন ফারুক (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী রমজান আলী সরকার কাঁচি প্রতীক পেয়েছেন।

নাটোর- ২(নাটোর সদর-নলডাঙ্গা) আসনে দলীয় প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল (নৌকা), জাতীয় পার্টি মনোনীত ড. নুরুন্নবী মৃধা (লাঙ্গল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত মোঃ শরিফুল ইসলাম (মশাল) এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ বজলুর রশিদ (ডাব)। এছাড়া এই আসনে ট্রাক প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার।

নাটোর-৩ (সিংড়া) আসনে দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আনিসুর রহমান (লাঙ্গল), বিকল্পধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (কুলা), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ আমিরুল ইসলাম (ডাব), বাংলাদেশ ত্বরীকত ফেডারেশন(বিটিএফ) মনোনীত প্রার্থী মোঃ আলতাফ হোসেন (ফুলের মালা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান (হাতুড়ী)। এছাড়া ট্রাক প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ঈগল প্রতীক।

নাটোর- ৪ আসনে দলীয় প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা), জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী এসএম সেলিম রেজা (বাইসাইকেল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী গাজী আবু সায়েম রতন (নোঙ্গর), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলাউদ্দিন মৃধা (লাঙ্গল) এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শান্তি রিবারু (ডাব)। এছাড়া এই আসনে ট্রাক প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, ঈগল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম এবং দোলনা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদ।

প্রতিক পাওয়ার পর প্রচার- প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। গতকাল রাত থেকেই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের নৌকার পোস্টার টাঙাতে দেখা গেছে। তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। নির্বাচন কমিশন (ইসি) গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে।