সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সুফি সান্টু,নাটোর:
রাত পোহালেই ভোট। প্রতিদ্বন্ধী সমর্থকদের হামলা , ক্যাম্পে আগুন এবং আচরণ বিধি লংঘনের শধ্য দিয়ে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। জাতীয় পার্টি ও বাম দলগুলোর সঙ্গে সমঝোতা হলেও আসনগুলোতে আছে স্বতন্ত্র প্রাার্থী। ক্ষমতাসীন দলের প্রাার্থীদের সঙ্গে স্বতন্ত্রের সংঘাত হচ্ছে বেশি। এরই মধ্যে আহত হয়েছে অনেকে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন।
নাটোরের ৪টি আসনেই নৌকার সাথে স্বতনত্র প্রার্থীদের মূল প্রতিদ্বন্ধিতা হচ্ছে। ঝুকিতে রয়েছেন নাটোর -৩ অঅসনের হেভিওয়েট প্রার্থী জুনায়েদ আহমেদ পলক। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী হামলা ও ভাংচুরের অভিযোগে জেলায় ১২টি মামলা হয়েছে।
এছাড়া আচরণ বিধি লংঘনের অভিযোগে ৩টি আসনের নৌকার প্রার্থীরা নির্বাচন নির্বাচনী অনুসন্ধান কমিটির বিচারকের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। কিছু এলাকার ভোটাররা সংশয় প্রকাশ করে বলেছেন, ভোটের এক-দুদিন আগে ও এক-দুদিন পরে সহিংসতা এবং হামলা হতে পারে অনেক বেশি। কারণ একপক্ষ পরাজিত হলে অন্য পক্ষের সমর্থকরা হামলা চালাতে পারে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার ৪টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৩২ প্রাার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে মুলত প্রতিদ্ভন্ধিতা হচ্ছে নৌখার সাথে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগেরই অন্যান্য নেতাদেও সাথে ।
খোঁজ নিয়ে জানা গেছে, নাটোর -১ আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সাথে প্রতিদ্বনন্ধিতা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের। দুজন প্রার্থী একই দলের হওয়ায় উপজেলার মতো কর্মিরা বিবক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ।
এবার শুরুতেই স্বতন্ত্রে বাধা নেই এমন ঘোষণা আসলে দলীয় অনেক নেতাকর্মীই নৌকার বিপক্ষে অবস্থান নেয়। তারা বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থীর হয়ে গণসংযোগ ও ঘরোয়া বৈঠকে অংশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। এই আসনে অণ্যান্য রাজনৈতিকদল সহ ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন । এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪জন।
নাটোর-২ আসনে তৃতীয়বারের মত নৌকা পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছন সাবেক সংসদ সদষ্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ অঅলী সরকার। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি । নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রকাশ্যে আহাদ অঅলী সরকারের পক্ষে নির্বাচনী প্রচারে নামায় লড়াই হচ্ছে সমানে সমান। প্রকাশ্য না করলেও পরোক্ষ ভাবে মোল্লা সবধরনের সমর্থন পাচ্ছেন আ’লীগের স্থানীয় নেতাদের কাছে থেকে।
নাটোর – ৩ আসনে আইসিটি প্রতিমন্ত্রী জানাইদ আহমেদ পলকের বিপরিতে ভোট করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক। আওয়ামীলীগের একটি অংশ প্রকাশ্যে শফিকের নির্বাচন করছেন। ফলে এই আসনে ভোট হচ্ছে হাডাডাহাডি। এই আসনে থেকে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নাটোর ৪ আসনে নৌকার প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীর লড়াই হচ্ছে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের ছেলে শফিক আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের সাথে। এক্ষেত্রে বাবার অনুসারী এবং দুলের নেতা কর্মিদের একাংশের সমর্থন পাচ্ছেন তিনি।একারণে এ আসনে লড়াই হচ্ছে সমানে সমান। জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায় জেলার ৫১৫টি কেন্দ্রের মধ্যে ২৬২ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ৫৩টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেব চিহ্সিত করা হয়েছে। ৪টি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে ব্ধ পরিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাটোর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন বাংলাদেশে এক ধরণের উৎসব হিসেবে পরিচিত।এবছর সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ না করায় এমনিতেই ভোটারদের উৎসাহ কম দেখা যাচ্ছে। নাটোরের ৪টি আসেনেই নৌকার প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদের প্রতদ্বন্ধিতা হচ্ছে। এ অবস্থায় নিজেদের সহাবস্থানের পরিবর্তে সহিংস মূলক কর্মকান্ড উৎসব মুখর পরিবেশে ভোট হওয়ার ক্ষেত্রে একটি বড় অন্তরায়। শুধু তাই নয় এসব ঘটনায় আতংক থাকায় ভোট কেন্দ্রে ভোটারদেও উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কাও অমূলক নয়।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভ’ঁঞা বলেন, ভোটের অনুকুল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নাটোরে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। অভিযোগ পাওয়া মাত্র প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য র্বিাচন সংশ্লিষ্ট সকল কর্শকর্থা ও কর্মচারী এবং আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নাটোরে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। কোন বিষয়ে অভিযোগ পেলে পুলিশ সঙগে সংগেই ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।