নাটোরে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হবে পথ বই মেলা

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:প্রতিবছরের ন্যায়, নাটোরে এবারও আয়োজন করা হচ্ছে পথ বইমেলা। এবারও ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হবে এই পথ বই মেলা। শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যন্ডের ‘চা’ চত্বর এলাকায় দৈনিক প্রান্তজন আয়োজন করছে এই পথ বই মেলা।

পথ বই মেলার আয়োজক সাজেদুর রহমান সেলিম জানান, আয়োজিত একদিনের এই পথ বই মেলায় দেশের বরেন্য লেখক ,কবি ও ছড়াকারদের বই পাওয়া যাবে। লেখক পাঠক বই একিত্রত হই-এই প্রতিপাদ্য নিয়ে আয়োজন করা এই বই মেলায় থাকবে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,হাতেখড়ি ও চিত্রাংকন প্রতিযোগীতা। ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় লেখকদের অনেকেই উপস্থিত থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ