রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি :
নাটোর চিনিকল এলাকায় গুণগত মানসম্পন্ন বীজআখ উৎপাদন কৌশল এবং এর ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ এবং গুণগত সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) দিনভর নাটোর চিনিকল চত্বরে মিলের জেনারেল ক্লাবে ট্রেনিং কমল্পেক্স এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর মহাপরিচালক ড. ওমর আলী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন ভূইয়া, বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের, মো. হাসিবুর রহমান প্রমূখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এ প্রকল্পের পরিচালক এবং মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামছুর রহমান। পৃথক দুটি অনুষ্ঠান সঞ্চালনা করেন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্যরা।
এ প্রশিক্ষণে নাটোর চিনিকল এলাকায় বিভিন্ন পর্যায়ের প্রান্তিক কৃষক এবং কর্মশালায় নাটোর চিনিকলের কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এতে অংশগ্রহণ করেন।
নাটোর সুগার মিল এলাকায় দিন দিন আখের ফলন কমে যাওয়ায় মানসম্পন্ন গুনগুত বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় থেকে এ প্রকল্প দেয়া হয়। এর ফলে শতকরা ১৫ থেকে ২০ ভাগ আখের ফলন বৃদ্ধি পেয়েছে।