নাটোর জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ২১, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উমা চৌধুরী জলি, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তোজা আলী বাবলুসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।

সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পরস্পর বিভেদ ভুলে দলের জন্য কাজ করার অঙ্গীকার করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার প্রতিটি আসনে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার অঙ্গীকার করেন।

তবে প্রথম এ সভায় উপস্থিত ছিলেন না বর্তমান কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। তিনি জানান, ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরবে যাবার প্রস্ততি নিতে ঢাকায় অবস্থান করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ