মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
‘আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’ এই স্লোগানকে সামনে নিয়ে কেক কেটে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন করেছে নাটোর জেলা পুলিশ। এ উপলক্ষে শনিবার (২৫ জুন) বিকেল পাঁচটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ আনন্দ উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,নাটোরের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জোবায়ের, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। এসময় পুলিশ সুপার জানান দেশবাসীর সাথে সাথে সমস্ত পুলিশ সদস্যরা খুশি। বঙ্গবন্ধু কন্যা সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেখিয়ে দিলেন, বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের সেই পদ্মা সেতু কেন আমরা অনেক কিছুই করে দেখিয়ে দিতে পারি।