শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পৃথক ভাবে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। এতে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম (ক্রাইম অপস) এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম প্রমূখ। এর আগে শহরের কালেক্টরেট ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণশেষে শোভাযাত্রা বের করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এদিন সকাল ১০ টার দিকে শহরের বড় হরিশ পুর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শপরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিশপুরস্থ শ্রমিক ইউনিয়নের কার্য্যলয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য দেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম লাবলু অন্যরা। এবছর এই শ্রমিক সংঠনের পক্ষ থেকে মৃত্যু, অসুস্থ-পঙ্গু এবং কন্যাদান (বিয়ে) উপলক্ষে ইউনিয়নের ৫০ জন সদস্যদেও মধ্যে প্রায় ৭ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। পরে হরিশপুর বাসস্ট্যান্ডে রাতে এক মনোজ্ঞসাংস্কৃতিব অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এছাড়া, দিবসটি উপলক্ষে রাজকীয় পরিবহন, নাটোর জেলা হোটেল রেস্তরা শ্রমিক ইউনিয়ন, নাটোর শ্রমিকলীগ, ভোর হলো ও ইঙ্গীত থিয়েটারসহ অন্যান্য শ্রমিক রাজনৈদিত সংগঠন গুলো দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।