নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ডলার গ্রেফতার

আপডেট: মে ১৩, ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নাটোর পৌর সভার সাবেক কাউন্সিলর এডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টায় নাটোর স্বনির্ভর সমবায় সমিতির (ইউসিসিএ) অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডলার নাটোর স্বনির্ভও সমবায় সমিতির (ইউসিসিএ) সভাপতি শহরের হাপরাস্তা এলাকার মৃত্য হামিদ মুন্সির ছেলে এবং নাটোর পৌরসভার সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর। বর্তমানে নাটোর জজ কোটের্র আইনজীবি হিসাবে কর্মরত।

নাটোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুব রহমান জানান, গত ৫ই আগস্ট নাটোরের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ ৫ জনকে হত্যা মামলা ও বিস্ফোরক আইনে দায়ের মামলায় ডলারকে গ্রেফতার করা হয়। তাকে আজ বিকেলে তাকে আদালতে তোলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ