নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ১সদর দপ্তর প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি গোলাম মাওলা সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

এতে নাটোর সদর সার্কেল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) মাহমুদা শারমীন নেলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছারাও অন্যান্যদের মধ্যে বোর্ডেও নির্বাচন কমিশন প্রধান ও উপ-পরিচালক আরইবি র রাশেদুল ইসলাম, আরইবি র উপ-পরিচালক এনামুল হক এবং সমিতির পরিচালনা বোর্ডের সাবেক ও বর্তমান সভাপতিগণ উপস্থিত ছিলেন।

দেশের অন্যতম প্রাচীন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিনামূল্যে ৮০ কিলোওয়াট লোড পর্যন্ত শিল্প ও বাণিজ্যিক এবং সেচ ৫০ কিলোওয়াট লোড পর্যন্ত সংযোগের ট্রান্সফরমার ও লাইন নির্মাণ করে দিচ্ছে। শিল্প ও বাণিজ্য ও কৃষি কার্যক্রমকে আরো গতিশীল করে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ সেবা প্রদান করা হচ্ছে। সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ এমদাদুল হক তার বক্তব্যে এ তথ্য জানান।

বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনে আরো জানানো হয়, নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় ৭ হাজার ১৪১ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করে প্রায় ৫ লাখ ৩ হাজার ৮৩৮ বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিস্টেম লস ৭.২০ শতাংশ-যা দেশের মধ্যে অন্যতম সর্বনিম্ন পর্যায়ের। বিগত অর্থ বছরে সমিতির বিল আদায়ের হার প্রায় শতভাগ বলে বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়। বার্ষিক সদস্য সভায় বানিজ্যিক, সেচ, শিল্প, আবাসিক এবং দাতব্যপ্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ১৪জন করে মোট ৭০ জন শ্রেষ্ঠ গ্রাহকবৃন্দকে এবং র‌্যাফেল ড্রর ২৫ টি প্রাইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয় । এ বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সমিতি প্রাঙ্গনে মেলারও আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ