নাটোর পৌরসভার সাবেক চেয়ারম্যান খন্দকার জুবায়ের হোসেন আর নেই

আপডেট: মার্চ ১০, ২০২৪, ১:৪৬ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :নাটোর পৌরসভার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবি খন্দকার জুবায়ের হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (০৯ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বেশ কিছুদিন ধরে নানান রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে নাটোর পৌর সভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইনজীবি কামরুল ইসলাম ও বর্তমান মেয়র উমা চৌধুরী জলি সহ নাটোরের বিশিষ্টজনেরা শোক জ্ঞাপন করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ