বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরে প্রথম বারের মত শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। বুধবার (৭ জুন) দুপুরে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।
অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আকতারুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। নাটোরের সাতটি উপজলার ২০ টি কলেজ ও মাদ্রাসা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে নলডাঙ্গা উপজেলার ডাক্তার নাছির উদ্দিন তালুকদার কলেজ বনাম লালপুরের উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা খেলায় অংশ নেয়।