নাটোর মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেট: ডিসেম্বর ১২, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি দিলারা বেগম পারুলের ২য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্ববর) বিকালে সংগঠনটির শহরের উপর বাজারস্থ নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বসাকের এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ শাহানা আফরোজ শিল্পীর সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য দেন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেীর সহ-সভাপতি এ্যাডঃ খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সিনিয়র সাংবাদিক রেজ্উাল করিম খাঁন, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সুফি সান্টু, সংগঠনের সহ-সভাপতি মায়া পাল, নির্বাহী সদস্য প্রভাতী বসাক প্রমূখ। এসময় সংগঠনের প্রচার সম্পাদক শেফালী রানী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাসলিমা খাঁনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা মরহুম দিলারা বেগম পারুলের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তারা বলেন, বেগম সুফিয়া কামালের পদাঙ্ক অনুসরণ করে মরহুম দিলারা বেগম পারুলই প্রথম নাটোরের পিছিয়ে পরা নারীদের এগিয়ে আনার জন্য কাজ করে গেছেন। নারী নির্যাতনের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়ে তিনি সর্বদাই তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কাজ করে গেছেন। নাটোরবাসী তার অবদানের কথা সব সময় শ্রদ্ধাবরে স্মরণ করবে।

উল্লেখ্য ২০২২ সালে (১২ ডিসেম্বর) সকালে নাটোর শহরের কাপুরিয়াপট্টি এলাকার নিজ বাজসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

এ বিভাগের অন্যান্য সংবাদ