নাটোর শহরের প্রধান সড়কের অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


দ্বিতীয় দফায় নাটোর শহরের ভিতর দিয়ে নির্মিত ফোর লেনের প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার এবং উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরহাদ আহমেদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগেও ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে উচ্ছেদ অভিযান করা হয়।

স্থানীয সড়ক বিভাগ বলছেন দিনব্যাপী নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত ৬.৬ কিলোমিটার সড়কের দুই পাশের ফুটপাত দখল করে ব্যবসায়ীদের অবৈধভাবে বসানো অবৈধ দোকানপাট, স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে।

নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, জনস্বার্থে এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের সুবিধার জন্য শহরের চার লেন সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণ করা হয়। কিন্তু ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিল অবৈধ দখলদার ব্যবসায়ীরা।

মহামান্য আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে নির্দেশ প্রদানের আলোকে সড়ক ও জনপদ বিভাগ দখল সংশ্লিষ্ট সবাইকে নোটিশ করা হয়। নোটিশ পাওয়ার পরে অনেকে মালামাল সরিয়ে নিয়েছেন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারে সেজন্য আজ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযানে পর পুনরায় দখলদার ব্যবসায়ীরা ফুটপাত দখল করলে প্রশাসন আইনগত আরো কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান সওজের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আদালতের নির্দেশ অনুয়ায়ী আমাদের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত যত অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। আগামী দুই দিন এ অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ এবং পুলিশ সদরসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ