শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোর পৌর এলাকায় গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে উত্তম সাহা ও স্বপন কুন্ডুর দুই বাড়িতে ঢুকে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মীরপাড়া ও পালপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।
সেখানে একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, শহরের পালপাড়া এলাকায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রাস্তা দিয়ে মুখোশ পরা অবস্থায় ৬ জন যুবককে হেঁটে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে বাড়িতে বের হয়ে রাস্তার পাশে এক ফুল গাছ থেকে ফুল তুলতে দেখা গেছে। এরপর মুখোশ পরা দুই যুবক হাতে অস্ত্র নিয়ে এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানান, মঙ্গলবার ভোর রাতে মীরপাড়া সাহাপাড়ার উত্তম সাহা পুজার জন্য ফুল তুলতে বাড়ির বাইরে বের হন। এসময় তিনি ফুল নিয়ে ঘরে প্রবেশের সময় ৫/৬ জন দুর্বৃত্ত তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ঢুকে পড়েন। এরপর তার ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১১০০ টাকা নিয়ে তাঁর দাদার ঘরের দরজা ভেঙ্গে বৌদি ও ভাইপোর গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নেন। একই পালপাড়া এলাকায় স্বপন কুন্ডুর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তার চার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করেন। তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকানো থাকায় ভয়ে তারা চিৎকার করতে পারেনি।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। যতক্ষণ লুটহওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতরা আটক না হবে ততক্ষণ পর্যন্ত কাজ চলবে। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ পুৃলিশের হাতে এসেছে। চিহ্নিত করতে সময় লাগছে কারণ মুখোশ পরা অবস্থায় ছিল তারা। তবে আশা করছি, দ্রুত সময়ের মধ্য জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হবে।