সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের কানাইখালীর ইসলামী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ব্যাংকের ভেতরে ব্যাপক ভাঙচুর করলেও ব্যাংকের ভল্ট ভাঙতে না পারায় কোন লুটপাট করতে পারে নি ডাকাতরা। এঘটনায় ব্যাংকের পক্ষ থেকে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে গত শুক্রবার সন্ধায় নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়।
ইসলামী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক আবুবক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে ৫-৬ জনের ডাকাত দল শহরের কানাইখালী ইসলামী ব্যাংকের নাটোর শাখার পেছনের জালানা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা ব্যাংকের ভেতরে থাকা দুই নৈশ্য প্রহরী নুর-এ আলম ও আব্দুর স্াত্তারকে মুখ হাত বেধে ভল্ট ভাঙার চেষ্টা করে। ভল্ট ভাঙতে ব্যর্থ হয়ে ডাকাতরা ব্যাংকের ভেতরে ব্যাপক ভাঙচুর করে এক পর্যায়ে ৮টি সিসি ক্যামেরাসহ ভিডিও রেকর্ডের ডিভি নিয়ে পালিয়ে যায় তারা।
ইসলামী ব্যাংক নাটোর শাখার অফিসার আবুল কালাম আজাদ জানান, প্রতিদিনের মতো শুক্রবার দিন ভোরে তিনি হাটতে বের হন। একঘন্টা হাটার পর তিনি সকালে বাজার করার জন্য ওই ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে গিয়ে ঘটনাটি জানতে পারেন। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে দুই নৈশ্য প্রহরীকে উদ্ধার করে।
নাটোর সদর থানার অফিসার ইসচার্জ (ওসি) মোশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইসলামী ব্যাংকের দুই জন নৈশ্য প্রহরী বৃহস্প্রতিবার রাতে পাহারায় ছিল। জিজ্ঞাসবাদের জন্য দুই নৈশ্য প্রহরী আব্দুস ছাত্তার ও নূরে আলমকে আটক করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে ইসলামী ব্যাংকের নাটোর শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়েয়ের করেছেন।