মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোর শহরের মীরপাড়া এলাকায় সৈকত নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে শহরের মীরপাড়া এলাকায় কয়েকজন যুবক সৈকতের হাতে-পায়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।
এ বিষয়ে নাটোর থানার ওসি মিজানুর রহমান জানান, কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায় নি। তবে সেখানে পুলিশি পাঠানো হয়েছে।