নাটোর শহরে ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোরে শহরের মসজিদ মার্কেটের রোজ টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে ওই মার্কেটের দোকানে এই চুরির ঘটনা চোখে ঘটে ।

মসজিদ মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা জানান, সকাল ৯টার দিকে তারা দেখেন রোজ টেলিকম নামের ওই দোকানের তালা খুলে ভিতরে কেউ কাজ করছে। তারা মনে করেছেন দোকানের মালিক বা কর্মচারীরা কেউ দোকানে ঢুকেছেন। পরে তারা জানতে পারেন দোকানে চুরি সংঘঠিত হয়েছে। রোজ টেলিকমের স্বত্বাধিকারী ইশতিয়াক আহমেদ শুভ জানান, তারা প্রতিদিনের মতো বুধবার সকালে দোকানে আসেন।

এসে তালা খোলা দেখতে পান। পরে শাটার তুলে ভিতরে গিয়ে দেখেন সব মোবাইল ফোন গায়েব। তিনি আরো জানান, দোকানে ১৫-১৬ লক্ষ টাকার মোবাইল ফোন ছিল। একটি মোবাইল ফোনও দোকানে অবশিষ্ট নাই।

এ ব্যাপারে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই চোর শনাক্ত এবং মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হবে।

Exit mobile version