বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোর সদর ও পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন সিনিয়র আওয়ামীলীগ নেতাকে লাঞ্ছিত করা হয়। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে এন এস সরকারি কলেজ মিলনায়তনে সদর ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা আহবান করা হয় । বেলা সাড়ে ১১টার দিকে নাটোর এনএস সরকারী কলেজ অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। এসময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।
জানা যায়, নাটোর সদর ও পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা আহবান করা হয় স্থানীয় এনএস সরকারী কলেজ অডিটোরিয়ামে। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উভয় নেতা সভাস্থলে উপস্থিত হওয়ার পর তাদের সমর্থকরা সভা আহবানের বৈধতা নিয়ে বাক বিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পরে । এ সময় লাঞ্চিত হয় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তেজা আলী বাবলুসহ বেশ কয়েকজন । পরে সংঘাতের ফের সংঘাতের আশাংকায় বিদেশে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতির পরামর্শে সভা স্থগিত করে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোতুর্জা আলী বাবলু সহ দলীয় নেতা কর্মীরা বেরিয়ে যান। পরে সভা চালিয়ে যায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা ।
সভায় উপস্থিত একাধিক আওয়ামী লীগের কর্মী জানান, সদর ও পৌর আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সভা এবং আগামী ২৯ শে জানুয়ারিতে রাজশাহীতে প্রধান মন্ত্রীর সমাবেশে যোগদানের প্রস্তুতি উপলক্ষে সভা আহ্বান করেন, পৌর আওয়ামী-লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু। এই সভায় যোগদান করেন এমপি শিমুল ও তাঁর অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরা।
অন্যদিকে সভা শুরুর পর দুপুরে নিজ অনুসারীদের নিয়ে সেখানে হাজির হন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান।
এসময় রমজান পৌর সাধারন সম্পাদকের একক কর্তৃত্বে সভা আহ্বান ও কমিটির বাইরের নেতাকর্মীদের যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। এসময় মঞ্চ থেকে পাল্টা প্রতিবাদ শুরু হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল উত্তেজিত হয়ে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের উপর চড়াও হন।
সংসদ সদস্যের সমর্থক বলে পরিচিত পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক চুন্নু জানান, জেলা সাধারন সম্পাদক কমিটির সদস্যদের বাদ দিয়ে তার অনুসারীদের নাম অন্তর্ভুক্ত করেছেন। তার পকেট কমিটি দ্বারা মঙ্গলবার গনমিছিলের আয়োজন করেন ও নিজেও অংশ নেন জেলা সম্পাদক। অথচ পৌর সম্পাদক হিসেবে আমাকে অবহিত করা হয়নি। অনুমোদিত পৌর কমিটিতে নতুন করে কাউকে পদ দেয়ার কোন সুযোগ নেই। অথচ এমন অনৈতিক দাবীকে প্রতিষ্ঠিত করতে রমজান সদলবলে এসে সভা পন্ড করার চেষ্টা করেছেন।
জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভার কর্মসূচি সফল করার জন্য আমরা যখন কাজ করছি । ঠিক তখন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সংগঠনের গঠনতন্ত্র না মেনে অসাংগঠনিক এবং অনিয়মাতান্ত্রিক ভাবে তার লোকদের দিয়ে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা আহবান করেছে। প্রকৃত ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের বাদ দিয়ে এবং পৌর কমিটির সভাপতিকে না জানিয়ে সাধারণ সম্পাদক একক কর্তৃত্বে সভা আহ্বান করেছে। যা তারা করতে পারেনা। এছাড়া সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুমোদিত কমিটি মানেননা। তাই আমরা সভা বয়কট করেছি।
এ বিষয়ে কথা বলতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ফোনে একাধিকবার কল দেয়া হলেও সাড়া পাওয়া যায়নি ।
পুলিশ সুপার সাইফুর রহমান জানান, সভা চলাকালে দুপক্ষের বাকবিতন্ডায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পরে শান্তিপূর্ণভাবে সভা সমাপ্ত হয় বলে জেনেছেন।