নাটোর সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময়

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৪৭ অপরাহ্ণ

নাটোর অফিস


নাটোরে ‘নাটোর আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এবং নাটোর আধুনিক সদর হাসপাতাল কতৃপক্ষের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক নাটোরের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে সদর হাসপাতালের ডা. নূরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, বিএমএ জেলা শাখার সভাপতি ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদসহ অন্যান্যরা। এ সময় জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, নাটোর আধুনিক সদর হাসপাতালে জনবল কম। কিন্তু যদি হাসপাতালের স্বাস্থ্যসেবার সাথে জড়িত চিকিৎসক এবং অন্যান্যরা আরো একটু বেশী সেবা দেন তাহলে অবশ্যই স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। তিনি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বেশী জোর দেন। অপরদিকে পৌর মেয়র উমা চৌধুরী জলি বলেন, শুধু সেবাদানকারীরা চেষ্টা করলে হবে না একই সাথে সেবা গ্রহিতাদেরও সচেতন হতে হবে। বিশেষ করে টয়লেট ব্যবহার সম্পর্কে তাদের সচেতন হতে হবে। এছাড়াও শুধু সরকারের প্রচেষ্টায় শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গঠিত কমিটি কতৃক যে ব্যাংক হিসাব খোলা হয়েছে তাতে জেলার বিত্তবানদের সহযোগিতা দানের জন্য আহবান জানান। তিনি হাসপাতালের টয়লেটের জন্য তিনটি কমোড প্রদানেরও প্রতিশ্রুতি দেন। পরে মুক্ত আলোচনায় অংশ নেন বেসরকারি সংস্থার কর্মকর্তা, সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। বক্তারা হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসনে একযোগে প্রচেষ্টা চালানোর ওপর মত ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ