নাটোর স্টেশন এলাকা ময়লার স্তুপ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪, ১:১০ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


নাটোর পৌর শহরের স্টেশন কারবালা মোড় এলাকা ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও একটি ম্যাকজিন উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি শহরের ঠিকাদার আশফাকুল ইসলামের নামে লাইসেন্স করা বলে জানান পুলিশ। ওই রাতেই সাংবাদিকদের এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন, নাটোরের নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, রোববার রাতে শহরের স্টেশন এলাকায় ঠিকাদার আশফাকুল ইসলামের বাড়ির সামনে থেকে একটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের লাইসেন্সধারী মালিক আশফাকুল ইসলাম।

এ অস্ত্র দিয়ে তিনি সন্ত্রাসী কায়দায় গত ৫ আগস্ট গুলিও চালিয়েছেন বলে জানতে পেরেছি। উদ্ধার হওয়া অস্ত্রটিসহ আরো কয়েকটি অস্ত্র তার বেহাত হয়েছে বলে তিনি (আশফাকুল) পুলিশকে জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

এবিষয়টি জন্য আগ্নেয়াস্ত্রটির মালিক ঠিকাদার আশফাকুল ইসলামের এর সাথে যোগাযোগ করা হলে তার মোইবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে আগ্নেয়াস্ত্রটি হারিয়ে গেছে মর্মে গত ১৪ নাটোর থানায় একটি ই-মেইল এর মাধ্যমে জানান,ওই অস্ত্রটি হারিয়েছে ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ