বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
বিজয় দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিজয় শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। তিনি নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে লড়বেন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বকুল এমপির নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চি রেল গেট এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য দেন শহিদুল ইসলাম বকুল।
এসময় তিনি বলেন, গত নির্বাচনে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় আমি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ নানা উন্নয়ন করেছি। লালপুরে অর্থনৈতিক অঞ্চল তৈরীর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প বাস্তবায়ন করতে পারলে এখানে ২-৩০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এই আসনে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখলে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল প্রমূখ।