নাটোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেড়ার অভিযোগ

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:


নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নির্বাচনী পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের সমর্থক মজিবুর রহমান বলেন, রোববার ভোরে দিকে আমরা খবর পাই হয়বতপুর বাজারে আহাদ আলী সরকারের ট্রাক মার্কার পোস্টার ছেঁড়া হচ্ছে। পরে ঘটনাস্থলে যেয়ে দেখি সব পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তায় ও খালে পড়ে আছে। এরপর আমরা পুলিশে খবর দিলে থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পোস্টার গুলো নৌকা প্রার্থীর সমর্থকরা ছিঁড়েছে বলে অভিযোগ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার বলেন, রবিবার ভোরে হয়বতপুরে পোস্টার ছেড়ার কথা স্থানীয় নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন।

এভাবে নাটোর ২ আসনের বিভিন্ন স্থানে পোষ্টার ছেড়া হচ্ছে । এ বিষয়ে রিটানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পোষ্টার ব্যানার ছিড়ে মানুষের মন থেকে আহাদ আলী সরকারের নাম মুছে ফেলা যাবেনা। তিনি সরকারী দলের প্রার্থীর উদ্দেশ্যে বলেন- হিংসা-বিদ্বেষ, মানসিক সংকীর্ণতা নিয়ে মানুষের ভালবাসা , সমর্থন আদায় করা যাবেনা। মনকে উদার করতে হবে।

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পোস্টার ছেড়ার কথা স্থানীয়রা জানালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।