রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আলাউদ্দিন মৃধা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়াস্থ দলীয় কার্যালয়ে নিজ দলের নেতা-কর্মীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি ওই ঘোষণা দেন।
বনপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আমাদের প্রার্থী আলাউদ্দিন মৃধা।
প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি মো. আলাউদ্দিন মৃধা বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নাই, সুষ্ঠু বাবে প্রচারনা চালানো যাচ্ছে না। আবার দলের মধ্যেও বিভেদ রয়েছে। দল থেকে যেভাবে সহযোগিতার প্রতিশ্রুতি ছিল সেটাও নাই। এদিকে আমার মনোনয়ন বৈধ। তাই ভোটতো পড়বে। এ অবস্থায় নির্বাচন করলে ২-৩ হাজারের বেশি ভোট পাওয়া যাবে না। যা হবে লজ্জার তাই। সময় থাকতেই প্রত্যাহার করে নিলাম। এ বিষয়ে আমি নির্বাচনী এলাকার সকল সদস্যর মতামত নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছালাম। যদি কখনো ভোটের পরিবেশ হয়, তখন নির্বাচন করবো।
এ বিষয়ে সহকারী রিটার্ণিং অফিসার ও বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল বলেন, জিাতীয় পার্টির প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে কিছু জানা নাই। আবার বাধা দেওয়া হয়েছে এমন কোন অভিযোগ আসে না। তিনি বলেন, বিচ্ছিন্ন অভিযোগ গুলোও নিষ্পত্তির চেষ্টা চলছে।