শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
অবকাশ নাট্যদল ও সংগীত বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক নাট্যনির্দেশক নাট্যজন সুলতান আহমেদ ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যায়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে মঞ্চকথা থিয়েটারের সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক ফজলুল বারী রনি, দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, নাজমা সরকার নাজ, রাকিবুল হাসান রকি, শংকর কুমার ধর, কাজি রাফিউর রহিম নাসিম, ফরিদুর রহমান ফয়সাল,মমিনুল ইসলাম বজলু, ডিরেক্টর অ্যান্ড আকটরস রাজশাহী গিল্ডের সভাপতি ওয়ালিউর রহমান বাবু ও সাধারণ সম্পাদক শাহরিয়ার চয়ন।
সুলতানের জানাজা কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে হাতেম খাঁন গোরস্থানে সহধর্মীনির পাশে দাফন সম্পন্ন করা হয়।