বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ নানা কর্মসূচি গ্রহণ করে।
এদিন কর্মসূচির শুরুতেই একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সমবায়ীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সমবায়ী শক্তিকে আরো শক্তিশালী করার প্রতি আহ্বান জানান। প্রতিজন সমবায়ীকে যত্নশীল হয়ে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে একাত্ম ঘোষণা করে একটি সুখি ও সমৃদ্ধশালী এবং বিভেদহীন বাংলা গড়ে তোলার জন্য অনুরোধ জানানো হয়।
সমবায়ের নামে সুদের করাল গ্রাসে কোন মানুষকে পিষ্ঠ না করার প্রতিও আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে উপজেলার সমবায়ীবৃন্দদের মধ্যে থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।