নানা আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি বাংলা নববর্ষ উদযাপন

আপডেট: এপ্রিল ১৪, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, এই শ্লোগানে নানা আয়োজন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করে। এ লক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে একাডেমির হল রুমে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকরারুল হাসান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য শেলী প্রিসিল্লা বিশ^াস, সাবেক সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার ও কলেস্তিনা হাঁসদা। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। বক্তব্য শেষে উপস্থিত কার্যনির্বাহী কমিটির বিদায়ী সাবেক সদস্য একাডেমির পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

আরো উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ সকল কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ বাংলা নববর্ষের উৎপত্তি ও বিবর্তন বিষয়ে আলোকপাত করেন। শেষে গ্রাম বাঙলার চিরায়িত খাবার পান্তা ভাত, আলু ভর্তা, দেশীয় মাছ ভাজা, পেঁয়াজ ও মরিচ দিয়ে উপস্থিত অতিথিসহ সবাই মিলে খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ