মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
শনিবার (১লা জুন) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী কর্তৃক বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সাইফুর রহমান, পিপিএম(বার), পুলিশ সুপার, রাজশাহী। সভাপতিত্ব করেন জনাব ড. জুলফিকার মো. আখতার হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, রাজশাহী। এছাড়া আইকনিক খামার মর্যাদায় উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্ম এর কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের পর খামারিদের পক্ষ হতে নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্ম এর এজিএম ড. আসাদুজ্জামান খামার বিষয়ে সমস্যা, সম্ভাবনা ও উত্তরণের উপায় নিয়ে আলোকপাত করেন।
এছাড়া বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে নাবা ডেইরী এন্ড ক্যাটল ফার্ম শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান গাড়িতে বিনামূল্যে মাঠা বিতরণ করে। আগামী দিনে শিশুদের পুষ্টির কথা বিবেচনায় রেখে নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্ম বিশ্ব দুগ্ধ দিবসে প্রাথমিক স্কুলে বিনামূল্যে দুধ খাওয়ানো কর্মসূচি পালনে সহায়তা করার অঙ্গীকার করে। উল্লেখ্য দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরাঞ্চলে কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।