বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
প্রতি শীত মৌসুমের ধারাবাহিকতায় বছরের প্রথম দিনে এবারও নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্বল্প আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণ অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন ভেড়াপড়া বাজার, দাওকান্দি, পবা এলাকার নিম্ন আয়ের শ্রমজীবী ও কর্মহীন নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল,ইন্ডাস্ট্রিয়াল পার্কের এজিএম মো. আইনাল হক, সিনিয়র ম্যানেজার শাজাহান আলী, সিনিয়র ম্যানেজার কমলেশ সরকার, সিনিয়র ম্যানেজার এনামুল কবির, সিনিয়র ম্যানেজার ফেরদৌস আলম,ম্যানেজার-ল্যান্ড এন্ড লিগাল জনাব ইদ্রিস আলী, ম্যানেজার- জাহাঙ্গীর আলম, হেড অব ট্রান্সপোর্ট অপারেশন রাইহানুল কবির, ম্যানেজার-ট্রান্সপোর্ট সামিউল আলম, ম্যানেজার- মিজানুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডলনিজ হাতে দরিদ্র কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের হাতে কম্বল তুলে দেন। উল্লেখ্য দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরাঞ্চলে কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।