বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী মহানগরীর পথচারী মানুষের জন্য বুধবার (২৭ মার্চ) থেকে নাবিল গ্রুপের দশদিন ব্যাপি ইফতার বিতরণকার্যক্রম শুরু করেছে। মহানগরীর সাহেব বাজার, ভদ্রা, লক্ষ্মীপুর, রেলগেট ও রেলস্টেশনসহমোট পাঁচটি এলাকায় এ কার্যক্রম আগামী ৭ এপ্রিল তারিখ পর্যন্ত পরিচালনা করা হবে। জেনারেল ম্যানেজার-এফএমসিজি (বিক্রয়) মো. আবিদ হোসেন খানের নেতৃত্বেএ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে নাবিল গ্রুপের ব্র্যান্ড ফুডেলা’র বিপণন কর্মীগণ।
উল্লেখ্য দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।